বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

আওয়ামী আইনজীবী পরিষদ বিলুপ্ত

নিজস্ব প্রতিবেদক

বিলুপ্ত করা হলো আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী আইনজীবী পরিষদ। একই সঙ্গে ‘বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ’ও ভেঙে দেওয়া হয়েছে। এখন পৃথক একটি সংগঠন করার চিন্তাভাবনা করা হচ্ছে। গত রাতে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে দলের অধিকাংশ সদস্যই উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র জানায়, ২৯ এপ্রিল আওয়ামী আইনজীবী পরিষদের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছিল। সর্বশেষ এই সংগঠনটির সম্মেলন হয়েছিল ২০০০ সালের ১১ মার্চ। কাউন্সিলের মাধ্যমে অ্যাডভোকেট সাহারা খাতুনকে সভাপতি ও অ্যাডভোকেট আবদুল্লাহ আবুকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। এখনো সেই একই কমিটি দিয়ে চলছে আওয়ামী লীগের এই সহযোগী সংগঠন। আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানিয়েছেন, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে বছরের পর বছর আওয়ামী লীগের প্রার্থীদের ধারাবাহিক ভরাডুবি দলকে বিব্রত করেছে বার বার। বলতে গেলে সুপ্রিম কোর্টে আওয়ামী লীগের সহযোগী সংগঠন ‘আওয়ামী আইনজীবী পরিষদ’ কোনো ভূমিকাই রাখতে পারছে না। দেশের সর্বোচ্চ আইনি ময়দানে আওয়ামী আইনজীবী পরিষদের অবস্থা অত্যন্ত নাজুক। নিজেদের কর্মসূচি তো নেই-ই, এমনকি দলের কোনো কর্মসূচিতেও এ সংগঠনের কারও উপস্থিতি নেই। নেই তারা রাজনীতির মাঠেও।

সম্প্রতি ঢাকা বার কাউন্সিল ও সুপ্রিম কোর্ট বার নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থীদের ভরাডুবি হয়।

বৈঠকে সুপ্রিম কোর্ট বার কাউন্সিল নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের ভরাডুবি ও সংগঠনের স্থবিরতার বিষয়ে কড়া সমালোচনা করা হয়। এ হারের জন্য আওয়ামী আইনজীবী পরিষদ ও বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ উভয়ের অভ্যন্তরীণ দ্ব্বন্দ্ব ও কোন্দলকে দায়ী করা হয়। এর আগে দলের হাইকমান্ড থেকে এ দুটি সংগঠনকে ঐক্যবদ্ধ হতে বার বার তাগিদ দেওয়া হলেও তাতে কেউই কর্ণপাত করেননি। উপরন্তু আওয়ামী আইনজীবী পরিষদ ও বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের অভ্যন্তরীণ কোন্দল ছড়িয়ে পড়েছে সারা দেশের বার সমিতিতে। যে কারণে এ দুটি সংগঠনই বাতিল করা হয়েছে। বৈঠকে উপস্থিত সম্পাদকমণ্ডলীর একাধিক সদস্য বাংলাদেশ প্রতিদিনকে বলেন, দুটি সংগঠন বিলুপ্ত করে আগামীতে নতুন একটি সংগঠন করা হবে। এমন মতামত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সর্বশেষ খবর