শুক্রবার, ১৪ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

৪০ বিষয় নিয়ে সীমান্ত সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সীমান্তে অপ্রয়োজনীয় গুলিবিনিময় বন্ধ, বর্ডারহাট নির্মাণ, শিশু-নারী পাচার রোধ, ফেনী নদীর পানি বণ্টন, মাদক চোরাচালান রোধসহ প্রায় ৪০টি বিষয় নিয়ে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ-ভারত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পর্যায়ে ৬ নম্বর ক্লাস্টারের যৌথ সীমান্ত সম্মেলন। চট্টগ্রাম সার্কিট হাউস মিলানায়তনে অনুষ্ঠিত দুই দিনব্যাপী এ সম্মেলন গতকাল দুপুরে শেষ হয়। সম্মেলনে বাংলাদেশের হয়ে চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী ও খাগড়াছড়ির জেলা প্রশাসক; বিজিবি-পুলিশের কর্মকর্তাসহ অন্যান্য প্রতিনিধি এবং ভারতের হয়ে গোমতী ও দক্ষিণ ত্রিপুরা জেলার ম্যাজিস্ট্রেটসহ বিএসএফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্মেলনে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন এবং ভারতীয় দলের নেতৃত্ব দেন দক্ষিণ ত্রিপুরার জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টর চন্দ্রকুমার জামাতিয়া। সম্মেলনে অংশ নেন চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার। পরে সামসুল আরেফিন বলেন, ‘দুই দেশের মধ্যে বিভিন্ন আলোচ্যসূচি নিয়ে ইতিবাচক বৈঠক হয়েছে। অনেক বিষয়ে আমরা একমত হয়েছি।’ ভারতীয় প্রতিনিধি দলের নেতা চন্দ্রকুমার জামাতিয়া বলেন, ‘এই সম্মেলনের মাধ্যমে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছি। এর ফলে দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নয়ন হবে।’

সর্বশেষ খবর