শুক্রবার, ১৪ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

তিন প্রতিষ্ঠান ও ৯ ব্যক্তিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে পৃথক অভিযানে তিনটি প্রতিষ্ঠান ও ৯ ব্যক্তিকে ২ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এপিবিএন-৫ এর অপারেশন্স অফিসার সিনিয়র এএসপি সাইদুর রহমান রুবেল জানান, গতকাল দুপুরে গুলশান ক্লাবের সামনে অবৈধভাবে ফুটপাথ ও রাস্তার ওপর গাড়ি পার্কিং করায় আবু হাসান, নাহিদ, আলী বিল্লাল, শাহ আলম, আল-আমিন, সাইফুল ইসলাম, মামুন, মাসুম সিকদারকে ৮০ হাজার এবং বনানীতে ফুটপাথের ওপর বাড়ি তৈরির নির্মাণসামগ্রী ফেলে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় আবুল আসাদ ঠাকুরকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এদিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করে বিক্রি করায় হাঁড়িভাঙ্গা রেস্তোরাঁর ব্যবস্থাপক সেলিমকে ৫০ হাজার, ওভেন ফ্লেশ ইটালিয়ান পিত্জার ব্যবস্থাপক সুমন খানকে ৫০ হাজার টাকা জরিমানা করে। এ ছাড়া অনুমতি ছাড়া অন্যের দেয়ালে বিজ্ঞাপন দিয়ে প্রতিষ্ঠানের প্রচারণা করায় ‘বিশ্ব রঙ ফ্যাশন’-এর ব্যবস্থাপক জাকিরকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার এবং মাসুদ আলী বেগ।

সর্বশেষ খবর