শুক্রবার, ১৪ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

ছাত্রলীগ সভাপতির ওপর দলীয় প্রতিপক্ষের হামলা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি মো. জসিম উদ্দিন ও তার দুই সহযোগীকে বেদম পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে দলীয় প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল বেলা ১টার দিকে নগরীর পোর্ট রোড ইলিশ মোকামে এ ঘটনা ঘটে। হামলায় আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও কাউকে আটক করতে পারেনি।

আহত ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিন অভিযোগ করেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ মুঠোফোনে তাকে সাবেক সিটি মেয়র শওকত হোসেন হিরণকে নিয়ে প্রামাণ্যচিত্রের প্রদর্শনী বন্ধ করতে বলেন। কিন্তু নেতার প্রতি ভালোবাসা থেকে তিনি চিত্র প্রদর্শনী চালিয়ে যেতে থাকেন। এতে ক্ষুব্ধ হন সাদিক আবদুল্লাহ। গতকাল বেলা ১টার দিকে নগরীর পোর্ট রোড ইলিশ মোকামে যান জসিম। মাছ কিনে ফেরার পথে সাদিক আবদুল্লাহর ঘনিষ্ঠ সহযোগী মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক নিরব হোসেন টুটুল এবং ক্যাডার রইস আহম্মেদ মান্নার নেতৃত্বে ২৫-৩০ জন সন্ত্রাসী লাঠিসোঁটা ও আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ জসিমের। এ সময় জসিম ও তার দুই সহযোগী ছাত্রলীগ কর্মী হাসান ও প্রিন্সকে বেদম মারধর করে তারা। এক পর্যায়ে দৌড়ে পালিয়ে আত্মরক্ষা করেন। এ ঘটনায় থানায় মামলা করার কথা জানিয়েছেন আহত জসিম। মহানগর আওয়ামী লীগ নেতা নিরব হোসেন টুটুল বলেন, ‘জসিমের অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। গতকাল জসিমের সঙ্গে তার (টুটুল) দেখাই হয়নি, হামলা তো দূরের কথা। সাদিক আবদুল্লাহকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই এই প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে।’ কোতোয়ালি মডেল থানার ওসি শাহ্ মো. আওলাদ হোসেন জানান, মুঠোফোনে ছাত্রলীগ নেতা জসিম তার ওপর হামলার কথা জানিয়েছেন। খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তেমন কিছুই পায়নি। তবে জসিমের ছেলেদের দলীয় প্রতিপক্ষ একটু ধাক্কাটাক্কা দিয়েছে বলে পুলিশের তদন্তে পাওয়া গেছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন ওসি।

সর্বশেষ খবর