শুক্রবার, ১৪ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

চৈত্রসংক্রান্তিতে এনবিআরের ‘রাজস্ব হালখাতা’

নিজস্ব প্রতিবেদক

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গতকাল চৈত্রসংক্রান্তির দিনে ‘রাজস্ব হালখাতা’র আয়োজন করেছে। ঢাকার কর অঞ্চলগুলোর পাশাপাশি সারা দেশের কর, ভ্যাট ও কাস্টমস অফিসগুলোতে হালখাতা অনুষ্ঠিত হয়। হালখাতায় যোগ দিয়ে করদাতারা বকেয়া পরিশোধ করেছেন, অনেকে আগেই কর পরিশোধ করে এসেছেন হালখাতার মিষ্টি খেতে। এনবিআরের আমন্ত্রণে হালখাতায় যোগ দিয়েছেন বড় শিল্পোদ্যোক্তারাও।

হালখাতার এই আয়োজন করতে এনবিআরের ভবনগুলো সাজানো হয়েছিল গ্রামীণ উপকরণে। মাটির হাঁড়ি, কলা গাছ, কুলা, হাতপাখা, মুখোশে ভবনগুলো পেয়েছে নতুন রূপ। এনবিআরের মূল ভবনে ঢুকতেই চোখে পড়ে বিশালাকৃতির হাতির শুঁড় দিয়ে সাজানো গেট। করদাতাদের জন্য খোলা হয় হালখাতার ঐতিহ্যবাহী নতুন রেজিস্টার খাতা। মাটির সানকিতে দেওয়া হয়েছে মিষ্টি, বাতাসা, নারিকেলের নাড়ু, সন্দেশ, খৈ, কদমা, মুরালি, নিমকি, মুড়ির মোয়া, চিড়ার  মোয়া, তিলের খাজা, সুন্দরী পাকন পিঠা, শাহী পাকন পিঠা, নকশি পিঠা, ঝিনুক পিঠা, রসগোল্লা, দই, ডাবের পানি, তরমুজ, পেয়ারা, বরই।

সর্বশেষ খবর