শুক্রবার, ১৪ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

রংপুরকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল ঘোষণার দাবি

নিজস্ব প্রতিবেদক, রংপুর

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের উদ্যোগে গতকাল সকালে ‘জাতীয় বাজেট ২০১৭-২০১৮ : শিক্ষার্থীদের প্রস্তাবনা’ শীর্ষক প্রাক-বাজেট সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রধান ড. মোরশেদ হোসেনের সভাপতিত্বে সেমিনারে আলোচনায় অংশ নিয়ে শিক্ষার্থীরা আঞ্চলিক বৈষম্য দূর করে রংপুরকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল ঘোষণা দাবি জানিয়েছেন। তারা বলেন, এ অঞ্চলের জন্য বিশেষ বরাদ্দ ও গ্যাস সরবরাহ করতে হবে। সড়ক ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে শিল্প অঞ্চল ঘোষণার পাশাপাশি স্বল্প সুদে ঋণ দিয়ে উদ্যোক্তা সৃষ্টির উদ্যোগ নেওয়া জরুরি। উত্তরাঞ্চলের স্থলবন্দরগুলো পূর্ণাঙ্গভাবে চালু করতে হবে।

সর্বশেষ খবর