শিরোনাম
রবিবার, ১৬ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

দুর্নীতিবাজ অডিটরদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে : টিআইবি

নিজস্ব প্রতিবেদক

মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের (সিএজি) রাজস্ব বিভাগ ও স্থানীয় অধিদফতরের দুর্নীতিবাজ অডিটরদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। গণমাধ্যমে গতকাল এক বিবৃতিতে টিআইবি জানায়, সিএজি কার্যালয়ের নিরীক্ষীয় দল সম্প্রতি রাজধানীর তেজগাঁওয়ে একটি কারখানায় নগদ প্রণোদনা বিষয়ে পরিদর্শনে যায়। কিন্তু তারা কর্তৃপক্ষের কাছে ৫ লাখ টাকা ঘুষ দাবি করে। পরে অভ্যন্তরীণ তদন্ত দলও বাধার মুখে পড়ে। টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘সাংবিধানিক প্রতিষ্ঠান সিএজি এ ধরনের দুর্নীতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে তা হবে জাতির জন্য এক অশনিসংকেত। এই কার্যালয়ের ওপর জনগণের অর্থে পরিচালিত সব খাত ও প্রতিষ্ঠানের নিরীক্ষার মাধ্যমে দুর্নীতি নিয়ন্ত্রণ ও প্রতিরোধে কার্যকর ভূমিকা পালনের দায়িত্ব। যদি সেই প্রতিষ্ঠানের ভিতরেই ন্যক্কারজনক দুর্নীতি বিরাজ করে এবং তা সুরক্ষার জন্য আবার চাপ প্রয়োগ করা হয়, সেটি হবে অত্যন্ত কলঙ্কজনক ও চরম হতাশাব্যঞ্জক।’

সর্বশেষ খবর