রবিবার, ১৬ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

বন্ধুহীন হয়ে পড়েছে বাংলাদেশ : হাফিজ

নিজস্ব প্রতিবেদক

ভোটারবিহীন নির্বাচন হওয়ায় বাংলাদেশ সারা পৃথিবীতে ‘বন্ধুহীন’ হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘এ জন্য সরকারকে ভারতের সঙ্গে সামরিক সমঝোতা চুক্তি করতে হচ্ছে। আজ দেশের প্রয়োজনে সামরিক বিষয় নিয়ে আমাদের আলোচনা করতে হচ্ছে। দেশপ্রেমের কারণে সাবেক সেনা কর্মকর্তারা দেশের এমন পরিস্থিতিতে কথা বলছেন। আমরা যে কথা বলতে পারব রাজনৈতিক নেতারা সাহস নিয়ে বলতে পারবেন না। গতকাল বিকালে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে নাগরিক ফোরাম আয়োজিত ‘ভারতের সঙ্গে সমঝোতা স্মারক : নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় হাফিজ এ কথা বলেন। সংগঠনের সভাপতি মেজর (অব.) এম সরোয়ার হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর, মেজর (অব.) নূর হোসেন, মেজর (অব.) সাঈদ, মেজর (অব.) মুরাদ হামিদ খান প্রমুখ।

হাফিজ বলেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশের সামরিক চুক্তির প্রয়োজন ছিল না। দুই দেশের মধ্যে সামরিক সহায়তা রয়েছে। তাহলে কিসের জন্য সমঝোতা? ভারত-বাংলাদেশ রূপরেখার মধ্যে কী আছে? তা আমাদের জানা নেই। কিন্তু বিশ্বাস করতে চাই সরকার আমাদের স্বার্থ রক্ষার জন্য করেছে।’

তিনি বলেন, ‘বিশ্বের অনেক দেশ সামরিক চুক্তি করে। তারা তাদের ওয়েবসাইটে তা প্রকাশ করে। আমরা আশা করি আমাদের সরকারও জনগণের জন্য প্রকাশ করবে। আওয়ামী লীগ নেতারা বলছেন চীনের সঙ্গে বিএনপি সরকার সামরিক চুক্তি করেছিল গোপনে। আসলে চীনের সঙ্গে অস্ত্র কেনাবেচার চুক্তি হয়েছিল। এ ছাড়া চীন আমাদের জন্য বিপজ্জনক নয়। তাদের সঙ্গে আমাদের কোনো সীমানা নেই।’

সর্বশেষ খবর