সোমবার, ১৭ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা
ভ্রাম্যমাণ আদালতের অভিযান

এক হাজার অবৈধ গ্যাসসংযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ভাটারা থানার সাইদনগর এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক হাজার অবৈধ গ্যাসসংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় ৫০০ ফুট অবৈধ গ্যাস-সংযোগের পাইপ উচ্ছেদ করা হয়। গতকাল ঢাকা জেলা প্রশাসন ও তিতাস গ্যাস ট্রান্সমিশন লিমিটেডের যৌথ উদ্যোগে দিনব্যাপী এই অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী। তিনি জানান, সকাল ১০টা থেকে এই অভিযান শুরু হয়।

ওই এলাকার বাসাবাড়ি, দোকানপাট ও কারখানার প্রায় এক হাজার অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় গ্যাস সরবরাহে অবৈধ পাইপ ও মালামাল জব্দ করা হয়।

এদিকে, গতকাল দিনব্যাপী ঢাকার সাভার ও ধামরাই উপজেলায় চারটি ভ্রাম্যমাণ আদালত মোটরযান অভিযান চালিয়ে ২৬ হাজার ১০০ টাকা জরিমানা করেছে। এ সময় ২১টি মামলা দায়ের করা হয়। অভিযানগুলো পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমা মোস্তারী, বিকাশ বিশ্বাস ও ইমরুল হাসান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর