শিরোনাম
সোমবার, ১৭ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

‘বাজেট ঘাটতি হবে ৫ দশমিক ৪ শতাংশ’

নিজস্ব প্রতিবেদক

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী ২০১৭-১৮ অর্থবছরে বাজেট ঘাটতি হবে মোট জিডিপির ৫ দশমিক ৪ শতাংশ। এর ফলে ব্যাংক খাত থেকে ঋণ নেওয়ার প্রবণতা বাড়তে পারে। গতকাল সচিবালয়ে আর্থিক সমন্বয় কমিটি ও বাজেট মনিটরিং কমিটির সভা শেষে সাংবাদিকদের এমন ইঙ্গিত দেন অর্থমন্ত্রী। তিনি বলেন, এবারে বাজেট ঘাটতি আমরা বেশি রাখছি। বাজেট ঘাটতি ৫ দশমিক ৪ হতে পারে। আগামী বছরের জিডিপির প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ৪ শতাংশ। এ বছর টার্গেট রয়েছে ৭ দশমিক ২ শতাংশ। চলতি অর্থবছরে বাজেটে ঘাটতি রয়েছে ৯৭ হাজার কোটি টাকা। আগামী বছর তা লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। বৈঠকের একটি সূত্র জানায়, এবার বাজেটের মোট আকার ধরা হতে পারে ৩ লাখ ৯০ হাজার ৭৭১ কোটি টাকার। চলতি বাজেটের আকার ধরা হয়েছে ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা। তবে শেষ মুহূর্তে এসে এ আকার কমবেশি হতে পারে। এবারের বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, মানব উন্নয়ন, বিদ্যুৎ-জ্বালানি, অবকাঠামো এবং সাইবার নিরাপত্তা খাতকে অগ্রাধিকার দেওয়া হতে হবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ইতিমধ্যে জানিয়েছেন চলতি বাজেট হবে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের প্রথম ধাপ। এজন্য ত্রিবার্ষিক বাজেট পরিকল্পনা নেওয়ার কথাও জানিয়েছেন অর্থমন্ত্রী। এদিকে আইএমএফ এবং বিশ্বব্যাংকের পরামর্শ অনুযায়ী আগামী বাজেটে ভর্তুকি কমিয়ে আনার কথা ভাবছে সরকার।

 অবশ্য চলতি বাজেটেও আগের তুলনায় ভর্তুকি কমানো হয়েছে। আগামী বছর থেকে কৃষি খাত বাদে অন্য সব খাত থেকে ভর্তুকি তুলে নেওয়ার পরামর্শ দিয়েছে আইএমএফ। এসব বিষয়ে গতকালের বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়েছে বলে জানা গেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর