সোমবার, ১৭ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

২১ এপ্রিল মহাসমাবেশ থেকে কঠোর কর্মসূচি

—পীর চরমোনাই

নিজস্ব প্রতিবেদক

গণভবনে ওলামাদের সঙ্গে মতবিনিময়কালে গ্রিক মূর্তি অপসারণে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ২০ এপ্রিলের মধ্যে বাস্তবায়ন করা না হলে ২১ এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় মহাসমাবেশ থেকে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করার হুমকি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই। গতকাল পল্টনের ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে ওলামায়ে কেরামদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। এ সময় আরও বক্তব্য দেন নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, ইসলামী ঐক্য আন্দোলনের আমির ড. মাওলানা ঈসা শাহেদী,  খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, কেন্দ্রীয় নেতা অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন প্রমুখ।

 আলহাজ আমিনুল ইসলাম, মাওলানা ইমতিয়াজ আলম, ডা. সাখাওয়াত হুসাইন, কেএম আতিকুর রহমান, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম প্রমুখ।

পীর চরমোনাই বলেন, ৯২ ভাগ মুসলমানের দেশে চারুকলা ইনস্টিটিউটে গরুর মাংসের তেহারি রান্নার অপরাধে বাবুর্চিকে মারধরের ঘটনাকে কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নেই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর