মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

কওমি সনদের স্বীকৃতি প্রধানমন্ত্রীর সাহসী সিদ্ধান্ত : বাবলা

নিজস্ব প্রতিবেদক

কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের সনদকে সরকারিভাবে এমএ (আরবি/ইসলামের ইতিহাস) মান প্রদান ও সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে মূর্তি অপসারণের ঘোষণাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা, এমপি। তিনি বলেন, সনদের সরকারি স্বীকৃতির ফলে লাখ লাখ কওমি শিক্ষার্থী উপকৃত হবে। দেশ, জাতি ও ইসলামের খেদমতে তারা আরও ব্যাপক ভূমিকা রাখতে সক্ষম হবে। প্রধানমন্ত্রী কওমি সনদের স্বীকৃতি দিয়ে এক ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। গতকাল শ্যামপুর-কদলতলী থানা জাতীয় পার্টির যৌথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় আরও বক্তব্য দেন পার্টির কেন্দ্রীয় নেতা সুজন দে, শেখ মাসুক রহমান, কাওসার আহমেদ, ইব্রাহিম মোল্লা ও শাহ ইমরান রিপন প্রমুখ।

সর্বশেষ খবর