মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

সারা দেশে বাংলালিংকের ৪ লাখ ফুট আলপনা

নিজস্ব প্রতিবেদক

বাংলা নববর্ষ উপলক্ষে বাংলালিংক, বার্জার ও এশিয়াটিক ইএসপির উদ্যোগে সারা  দেশে ৪ লাখ স্কয়ার ফুট আলপনা এঁকেছে। বাংলালিংকের আলপনায় বাংলাদেশ পাওয়ার্ড বাই বার্জার পেইন্টস শীর্ষক উৎসবে ঢাকাসহ প্রধান পাঁচটি শহরে আলপনা আঁকে। পয়লা বৈশাখের আগের রাতে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর এ উৎসবের উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ কর্পোরেট অফিসার তাইমুর রহমান, এশিয়াটিক ৩৬০ এর এক্সিকিউটিভ ভাইস চেয়ারপারসন সারা জাকের ও বার্জার পেইন্টের এমডি রূপালী চৌধুরী। এবারের আলপনা উৎসবে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। একযোগে উৎসব চলে ঢাকার মানিক মিয়া এভিনিউ, চট্টগ্রামের ডিসি হিল এলাকা, রাজশাহীর পদ্মার পাড়, খুলনা শিববাড়ী চত্বর, বরিশালের বঙ্গবন্ধু সাফারি পার্ক ও ময়মনসিংহের টাউন হল চত্বর। রাজধানীতে চিত্রশিল্পী মুনিরুজ্জামানের নেতৃত্বে আলপনা অঙ্কন করেন শিল্পীরা।

সর্বশেষ খবর