মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা
সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক বাম মোর্চা

তিস্তাসহ অভিন্ন সব নদীর পানির ন্যায্য হিস্যা চাই

নিজস্ব প্রতিবেদক

তিস্তাসহ অভিন্ন সব নদীর পানির ন্যায্য হিস্যা, বাণিজ্য ঘাটতি হ্রাস এবং সীমান্ত হত্যা বন্ধের দাবি জানিয়েছে গণতান্ত্রিক বাম মোর্চা। গতকাল তোপখানা রোডে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে বাম মোর্চা আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এ সময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, মোর্চার নেতা শুভ্রাংশু চক্রবর্তী, অধ্যাপক আবদুস সাত্তার, বর্ণী শিখা জামালী প্রমুখ উপস্থিত ছিলেন। এতে সাইফুল হক বলেন, সরকারের নতজানু নীতির কারণে তিস্তার পানি চুক্তি ভারতের অভ্যন্তরীণ রাজনীতির শিকারে পরিণত হয়েছে।  সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাম মোর্চার সমন্বয়ক ফিরোজ আহমেদ। তিনি বলেন, দেশের সব শিশুর জন্য অভিন্ন বিজ্ঞানভিত্তিক শিক্ষার ব্যবস্থা না করায় কওমি শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কওমি মাদ্রাসার সনদকে সমমান মর্যাদা দেওয়ায় বৈষম্য সৃষ্টি হবে।

সর্বশেষ খবর