মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

ইসলামের প্রকৃত শিক্ষা না থাকায় তরুণরা জঙ্গিবাদে জড়াচ্ছে : খেলাফত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব  মাওলানা মাহফুজুল হক বলেছেন, জিহাদ এসেছে শান্তি প্রতিষ্ঠার জন্য। জিহাদের সঙ্গে জঙ্গিবাদের সামান্যতম সম্পর্ক নেই। ইসলামের প্রকৃত শিক্ষা না থাকায় সরলপ্রাণ মুসলমান ও তরুণ প্রজন্ম জঙ্গিবাদ ও সন্ত্রাসে জড়িয়ে পড়ছে। তাই জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও উগ্রবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাহফুজুল হক আরও বলেন,  সুপ্রিম কোর্টের সামনে থেকে মূর্তি অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তিনি বলেন, মঙ্গল শোভাযাত্রা বাধ্যতামূলকের সিদ্ধান্ত বাতিল এবং সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূলের দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত জাতীয় সমাবেশ সফল করায় নেতা-কর্মী ও ইমানদার তাওহিদী জনতাকে অভিনন্দন জানিয়ে বলেন, নামাজ-রোযা যেমনিভাবে ফরজ তেমনিভাবে সময়ের প্রেক্ষাপটে জিহাদও মুমিনদের ওপর ফরজ করা হয়েছে।

জিহাদ সম্পর্কে কোরআন ও হাদিসের অসংখ্য জায়গায় বর্ণিত হযেছে। একই সঙ্গে এই বিষয়ে ইসলামের শিক্ষাকে শহরে-বন্দরে, গ্রামে-গঞ্জে, হাটবাজারে ও মাহফিলে প্রচারের ব্যবস্থা নিতে হবে ইমাম খতিব ওয়ায়েজিন এবং ওলামায়ে কেরামকে।

সর্বশেষ খবর