মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

ইসিতে কর্মচারীর হাতে লাঞ্ছিত সাংবাদিকরা

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশন ভবনের মূল ফটকসহ প্রত্যেক তলায় সাংবাদিকদের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। অ্যাকসেস কন্ট্রোল বসানো হয়েছে প্রত্যেক তলায়। এতে সংবাদ সংগ্রহ নিয়ে বিপাকে পড়েছেন ইসি বিটের সাংবাদিকরা। এদিকে গতকাল দুপুরে নির্বাচন কমিশন মূল গেটে প্রবেশ করতে গিয়ে কয়েকজন সিনিয়র সাংবাদিককে লাঞ্ছিত করেছেন ইসির দায়িত্বপ্রাপ্ত কর্মচারীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, ইসলামিক ফাউন্ডেশন ভবনে স্থাপিত জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুবিভাগে স্মার্টকার্ড প্রকল্পের সঙ্গে মতবিনিময় শেষে পাশেই ইসি ভবনে প্রবেশ করতে গিয়ে বাধার মুখোমুখি হন সাংবাদিকরা। এ সময় গেটের দায়িত্বরতরা জানান,  ভিতরে যাওয়ার জন্য পাঞ্চ কার্ড নেই। ভিতর থেকে  কেউ এলেই সাংবাদিকরা যেতে পারবেন। এরপর সাংবাদিকরা সেখানে অপেক্ষা করতে থাকেন। এ সময় নিরাপত্তারক্ষী নুরুল ইসলাম এসে সাংবাদিকদের ধমকের সুরে প্রশ্ন করে। কার কাছে যাবেন? কেন এসেছেন? সাংবাদিক পরিচয় পাওয়ার পরেও তিনি গেটে প্রবেশে বাধা দেন। এ সময় অপর এক কর্মচারী  মোহাম্মদ মাসুদ নিজের পরিচয়পত্র লুকিয়ে সাংবাদিকদের ওপর চড়াও হন। এক পর্যায়ে ধাক্কাধাক্কি শুরু করেন। হট্টগোল সৃষ্টি হলে ইসি কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে ইসি সচিব  মোহাম্মদ আবদুল্লাহ সাংবাদিকদের জানান, পাঞ্চ কার্ডের স্বল্পতা রয়েছে। কিছুদিনের মধ্যে এ সমস্যার সমাধান হবে। যারা নিয়মিত ইসিতে আসা-যাওয়া করেন তাদের প্রত্যেককেই কার্ড দেওয়া হবে। তবে সাংবাদিকদের প্রত্যেক তলায় প্রবেশ করার দরকার নেই বলেও মন্তব্য করেন। অন্যদিকে ইসি বিটের সাংবাদিকরা প্রত্যেক তলায় প্রবেশের অধিকার চেয়েছেন। না হলে তারা ইসির দেওয়া কার্ড প্রত্যাখ্যান করার পরিকল্পনা নিয়েছেন।

সর্বশেষ খবর