বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

সুষম উন্নয়ন ছাড়া এসডিজি অর্জন সম্ভব নয় : দেবপ্রিয়

নিজস্ব প্রতিবেদক

বিশিষ্ট অর্থনীতিবিদ সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, সুষম উন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন করা সম্ভব নয়। আর সমতার সমাজ গড়তে হলে নারী উন্নয়ন ঘটাতে হবে। নারীদের উন্নয়নে নীতি বা প্রতিষ্ঠান যাই বলি না কেন আমাদের একটি সাংস্কৃতিক বিপ্লব ঘটাতে হবে। সমাজ বিবর্তনের একটি চেহারা সামনে আনতে হবে। নারী উন্নয়নে একটি সার্বজনীন এবং নিরন্তর বিপ্লব দরকার। গতকাল সিরডাপ মিলনায়তনে এক নাগরকি সংলাপে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংলাপে উঠে আসা বিষয়গুলো হলো নারীদের পরিবার, সমাজ ও চাকরি জীবন এই তিন দিকেই সক্ষমতা অর্জন করতে হবে। সরকারি বা বেসরকারি সব ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন করতে হবে। নারী-পুরুষের বৈষম্য দূর করতে হলে লিঙ্গ নয় সবাইকে মানুষ হিসেবে বিবেচনা করতে হবে। তিনি বলেন, বর্তমানে আমাদের সমাজে চার ধরনের নারীগোষ্ঠী দুর্বলতম অবস্থানে আছে। তারা হলো গৃহকর্মী, যাদের প্রায় অর্ধেকই অপ্রাপ্ত বয়স্ক নারী। দ্বিতীয়ত, নির্মাণশ্রমিক। তৃতীয়ত, হলো কৃষিশ্রমিক এবং চতুর্থ অভিবাসী নারী শ্রমিক। এদেরকে সমাজের মূল ধারায় আনতে হবে। সংলাপে বিশেষ অতিথি হিসেবে আরেক অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, সমতা ছাড়া ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা অসম্ভব। এ জন্য নারী-পুরুষের বৈষম্য নিরসন করা অত্যন্ত জরুরি।

সর্বশেষ খবর