শনিবার, ২২ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

ডক্টরস ক্লাব অব ভৈরবের অনুষ্ঠানের নামে চাঁদাবাজি

কিশোরগঞ্জ প্রতিনিধি

সংবর্ধনার নামে ১০ লাখ টাকা বাণিজ্যের অভিযোগ উঠেছে স্বাস্থ্য বিভাগের ঢাকা বিভাগীয় পরিচালক ডা. মো. সোহরাওয়ার্দীর বিরুদ্ধে। এ নিয়ে জেলার চিকিৎসক মহলে তীব্র ক্ষোভ বিরাজ করছে। গতকাল কিশোরগঞ্জের ভৈরবের একটি কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ডক্টরস ক্লাব অব ভৈরব। কিশোরগঞ্জ জেলা বিএমএর সভাপতি ডা. মাহবুব ইকবাল এ প্রতিবেদককে জানান, ডা. সোহরাওয়ার্দীর বাড়ি ভৈরবে। তার সংবর্ধনা অনুষ্ঠানের নামে কিশোরগঞ্জ ও নরসিংদী জেলার চিকিৎসকদের কাছ থেকে দেড় হাজার টাকা করে চাঁদা নিয়েছেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের (টিএইচও) কাছ থেকে নেওয়া হয়েছে চার হাজার টাকা করে। ক্লিনিক মালিকদের কাছ থেকেও পাঁচ হাজার টাকা করে নেওয়া হয়। ডা. ইকবালের অভিযোগ, ডা. সোহরাওয়ার্দী কিশোরগঞ্জ ও নরসিংদী জেলার চিকিৎসকদের কাছ থেকে ১০ থেকে ১৫ লাখ টাকার বাণিজ্য করেছেন। ভৈরব ডক্টরস ক্লাবের নেতাদের মাধ্যমে এই টাকা তোলা হয়েছে বলে তিনি জানান। অথচ বিএমএর কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদককে এসব বিষয়ে কিছুই জানানো হয়নি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর