সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

ফের কর্মবিরতির হুমকি মাংস ব্যবসায়ীদের

নিজস্ব প্রতিবেদক

বিপন্ন চামড়া শিল্পকে ধ্বংসের হাত থেকে রক্ষা ও চামড়া শিল্প রক্ষা ঐক্য পরিষদের নয় দফা দাবি আদায়ে ৩০ এপ্রিলের পর ফের কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মাংস ব্যবসায়ীরা। ট্যানারি কারখানা হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তরের ফলে ঢাকার মাংস ব্যবসায়ীরা উপযুক্ত দামে চামড়া বিক্রি করতে পারছেন না বলে অভিযোগ করেন বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম। শিগগিরই এ কর্মবিরতির দিনক্ষণ ঘোষণা করা হবে বলে জানান তিনি। গতকাল রাজধানীর হাজারিবাগে এক মত বিনিময় সভায় তিনি এ কথা জানান। তিনি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত  লাগাতার কর্মবিরতি পালন করব।

তিনি আরও বলেন, গাবতলী হাটে গরুর হাসিল খরচ বেড়ে গেছে। গরু আমদানির ক্ষেত্রে সীমান্তেও খরচা বেড়েছে। এরপর যদি চামড়া বিক্রি না করতে পারি তাহলে স্বভাবতই মাংসের ওপর প্রভাব পড়বে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহীন আহমেদ।

সর্বশেষ খবর