সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

যুবদল ও ছাত্রদলকে কমিটি গঠনের নির্দেশ খালেদার

নিজস্ব প্রতিবেদক

সারা দেশে জাতীয়তাবাদী যুবদল ও ছাত্রদলের কমিটি পুনর্গঠনের নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল রাতে গুলশানে নিজ রাজনৈতিক কার্যালয়ে সদ্য কারামুক্ত যুবদলের ৩৯ জন নেতা-কর্মী  দেখা করতে গেলে তিনি এ নির্দেশ দেন।  এ সময় যুবদল নেতাদের উদ্দেশে খালেদা জিয়া বলেন, ‘অনেকেই ব্লেম করে সারা দেশে তোমাদের কমিটিগুলো করা হচ্ছে না।  যুবদলের ১০ বছর হয়েছে কমিটি নেই। ছাত্রদলেরও একই অবস্থা। জেলা পর্যায়ে কমিটি পুনর্গঠন হচ্ছে না। আমরা কাজ করতে পারি না। তাই  তোমাদের এই কমিটিগুলো করতে হবে।’ এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু প্রমুখ। এ সময় বিএনপিপ্রধান বিগত দিনে আন্দোলনের কথা উল্লেখ করে বলেন, ‘যারা আন্দোলন বেশি করেছে তাদের ধরে নিয়ে যায়, গুম করে ফেলে। খোঁজ পাওয়া যায় না। আওয়ামী লীগ মনে করে, এদেরকে শেষ করে দিতে পারলেই বিএনপি শেষ হয়ে যাবে।’ তিনি বলেন, ‘যুবদলে আমাদের অনেক ছেলে আছে। কিন্তু সবাইকে কমিটিতে স্থান দিতে পারিনি। আমি বলে দিয়েছি, যারা বাদ পড়েছে তাদের মূল দল বিএনপিতে নেওয়া হবে। যুবদলের পূর্ণাঙ্গ কমিটি করতে বলেছি। যারা যুবদলে বাদ পড়েছে তাদের বিভিন্ন জেলায় মূল দলে নিয়ে আসতে পারি, যাতে নেতৃত্ব তৈরি হয়। এ নিয়ে মন খারাপ করার কিছু নেই।’

সর্বশেষ খবর