বুধবার, ২৬ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

কেন ঘামছে ঘরের মেঝে

নিজস্ব প্রতিবেদক

কয়েক দিন টানা বৃষ্টির পরে ঘরের মেঝেতে ঘামের মতো পানি জমে যাচ্ছে। আর এ নিয়ে গতকাল সকাল থেকেই সরগরম হয়ে আছে সোশ্যাল মিডিয়া। হুট করে ঘরের মেঝে কিংবা দেয়াল ঘেমে যাওয়া নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন অনেকেই। আর এ আতঙ্ককে পুঁজি করে কেউ কেউ ছড়াচ্ছেন ভীতিকর গল্প। কেউ বলছেন সামনে বড় ধরনের বন্যা হবে, কারও মতে এটা ভূমিকম্পের আলামত! তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন ঘরের মেঝে ঘামছে স্বাভাবিক নিয়মে আর এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এ প্রসঙ্গে আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেছেন, হুট করে তাপমাত্রা বেড়ে যাওয়ায় ঘরের মেঝে ঘামছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর