বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

রাজধানীতে ১০টি প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে পৃথক অভিযানে ১০টি প্রতিষ্ঠানকে ২ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এপিবিএন-৫-এর অপারেশন্স অফিসার সিনিয়র এএসপি সাইদুর রহমান রুবেল জানান, গতকাল দুপুরে উত্তরায় ফুটপাথের ওপর অবৈধভাবে দোকান নির্মাণ ও বাড়ি তৈরির নির্মাণসামগ্রী ফেলে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় কনকর্ড রিয়েল এস্টেটের ব্যবস্থাপক আমজাদকে ৫০ হাজার; একই অপরাধে নাভানা রিয়েল এস্টেটের ব্যবস্থাপক আফছারুলকে ২৫ হাজার; এসিউর কোম্পানির ব্যবস্থাপক শাহাদতকে ২৫ হাজার; গরিবে নেওয়াজ এভিনিউর ব্যবস্থাপক সেলিমকে ২০ হাজার; পঞ্চম ইনো ডেভেলপারের ব্যবস্থাপক আবদুল লতিফকে ২০ হাজার; ইত্যাদি জেনারেল স্টোরের ব্যবস্থাপক কালামকে ১০ হাজার; সরকার বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপক ফয়সালকে ২৫ হাজার; আশরাফ মোটরসের ব্যবস্থাপক মামুনকে ৫ হাজার; আবদুল জলিল নামে এক ব্যক্তিকে ৫০ হাজার; নন্দন ডেভেলপার কোম্পানির ব্যবস্থাপক হাসানকে ১০ হাজার টাকা জরিমানা করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার ও মাসুদ আলী বেগ।

সর্বশেষ খবর