বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

পুষ্পকে হত্যায় একজন গ্রেফতার শিশু মনীষা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরায় আবাসিক হোটেলে পুষ্প রানী দাস হত্যায় অভিযুক্ত একজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার নাম লিটন কুমার সরকার ওরফে মৃত্যুঞ্জয় ওরফে দুর্জয়। সোমবার বিকালে শাহজাহানপুরের একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ছাড়া তার দেওয়া তথ্যে পুষ্পের নাতনি মনীষাকে (১৮ মাস) মাগুরার শ্রীপুর থেকে উদ্ধার করা হয়েছে। ডিবি বলছে, ৩০ হাজার টাকায় শিশুটিকে বিক্রি করা হয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিটন হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে।

গতকাল দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়ে ডিবির ডিসি (উত্তর) শেখ নাজমুল আলম বলেন, নিহত পুষ্প রানী শিশু মনীষার নানী। পুষ্প রানীর সঙ্গে লিটনের পারিবারিক সম্পর্ক ছিল। লিটন তার বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে মনীষাকে মাগুরার এক নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করে। লিটনকে গ্রেফতারের পর তারই দেওয়া তথ্যে ওই শিশুকে মাগুরার শ্রীপুর থানার বড়লীদহ গ্রাম থেকে উদ্ধার করা হয়। ওই দম্পতিকে লিটন জানিয়েছিল, সমাজসেবা অধিদফতর থেকে তাদের শিশুটি দেওয়া হয়েছে। গত ১৮ এপ্রিল উত্তরায় নীলা আবাসিক হোটেলের ৪১৪ নম্বর কক্ষ থেকে পুষ্প রানী দাসের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। পুষ্পের স্বামী পরিচয় দিয়ে ওই হোটেলে ওঠেন লিটন। রাতে পুষ্পকে হত্যা করে শিশু মনীষাকে নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় নিহতের স্বামী দীনেশ চন্দ্র সেন বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় হত্যা ও অপহরণ মামলা করেন। পরে থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও ঘটনার ছায়াতদন্ত করে। তদন্তে পুলিশ জানতে পারে হত্যাকাণ্ডের মূলহোতা লিটন। এরপর তাকে গ্রেফতারসহ শিশুটিকে উদ্ধার করা হয়।

সর্বশেষ খবর