বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

আজ আবদুস সামাদ আজাদের ১২তম মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক

আজ আবদুস সামাদ আজাদের ১২তম মৃত্যুবার্ষিকী

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের প্রবীণ প্রেসিডিয়াম সদস্য আলহাজ আবদুস সামাদ আজাদের ১২তম মৃত্যুবার্ষিকী আজ।

২০০৫ সালের ২৭ এপ্রিল রাজধানীর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। আবদুস সামাদ আজাদের ১২তম মৃত্যুবার্ষিকী পালনে ঢাকাসহ তার নির্বাচনী এলাকা সুনামগঞ্জ ও সিলেটে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। আজ সকালে মরহুমের বাসভবনে (৮৩, লেকসার্কাস, কলাবাগান) কোরআন খতম, কলাবাগান লেকসার্কাস লেকভিউ জামে মসজিদে বাদ মাগরিব দোয়া মাহফিল ও মোনাজাত, সকাল সাড়ে ৮টায় বনানী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ, দোয়া পাঠ এবং বাদ আসর ‘লেকভিউ জামে মসজিদ’-এ বিশেষ দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণের জন্য পরিবার ও আওয়ামী লীগের পক্ষ থেকে আবদুস সামাদ আজাদের সহকর্মী, শুভানুধ্যায়ীসহ সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে। সকাল ৯টায় বনানী কবরস্থানে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন ও দোয়ার আয়োজন করা হবে। এ ছাড়া আবদুস সামাদ আজাদ ফাউন্ডেশনের আয়োজনেও বিভিন্ন কর্মসূচি পালিত হবে।

সর্বশেষ খবর