শুক্রবার, ২৮ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

ব্রিটিশ পার্লামেন্টে সন্ত্রাসী হামলার চেষ্টা, আটক ১

লন্ডনে ব্রিটিশ পার্লামেন্টে নিকট থেকে গতকাল ছুরিসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ধারালো অস্ত্র রাখা ও সম্ভাব্য সন্ত্রাসী হামলার চালানোর প্রস্তুতি নিচ্ছিল সন্দেহে তাকে আটক করা হয়েছে বলে ব্রিটিশ গোয়েন্দা পুলিশের সদর দফতর স্কটল্যান্ড ইয়ার্ড জানিয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে লন্ডন মেট্রোপলিটান পুলিশ জানিয়েছে।  ঘটনার পরই পার্লামেন্ট স্কয়ারসংলগ্ন হোয়াইটহল সড়কে যান চলাচল বন্ধ করা দেওয়া হয়েছে। পরে  ব্রিটিশ পার্লামেন্টে যাওয়ার সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়। যেখান থেকে ওই ব্যক্তিকে আটক করা হয় তার কাছেই প্রধানমন্ত্রীর দফতর। তবে ঘটনার সময় প্রধানমন্ত্রী থেরেসা মে তার দফতরে ছিলেন না। স্কটল্যান্ড ইয়ার্ডের বিবৃতিতে বলা হয়, আটক ব্যক্তির বয়স ২৫-৩০ বছরের মতো। তাকে সন্ত্রাসবাদ আইনের আওতায় আটক করে সাউথ লন্ডনের একটি পুলিশ স্টেশনে রাখা হয়েছে।  উল্লেখ্য, গত ২২ মার্চও ব্রিটিশ পার্লামেন্টের কাছে এক সন্ত্রাসী হামলায় ৫ ব্যক্তি নিহত হয়েছিলেন। সিএনএন। 

সর্বশেষ খবর