শিরোনাম
বুধবার, ৩ মে, ২০১৭ ০০:০০ টা

সাংবাদিক মির্জা মেহেদী তমালের মায়ের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক

সাংবাদিক মির্জা মেহেদী তমালের মায়ের ইন্তেকাল

বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সহসভাপতি মির্জা মেহেদী তমালের মা বীর মুক্তিযোদ্ধা মির্জা হেলেন করিম (৬৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সকাল ৮টায় রাজধানীর ফার্মগেট ইন্দিরা রোডের ৬৯ নম্বর নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ডায়াবেটিস, কিডনি ও হৃদরোগে ভুগছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। এ ছাড়া বাংলাদেশ প্রতিদিন পরিবারের সদস্যরা মরহুমার বাসবভনে উপস্থিত হয়ে শোকাবহ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে মরহুমাকে রাষ্ট্রীয় শ্রদ্ধা গার্ড অব অনার দেওয়া হয়। হেলেন করিম প্রয়াত মুক্তিযোদ্ধা সাংবাদিক এম এ করিমের স্ত্রী। মৃত্যুকালে তিনি চার ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। মির্জা হেলেন করিম একাধারে মহিলা আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক, বাংলা একাডেমি, উদীচী ও খেলাঘরের সদস্য ছিলেন। গতকাল বাদ আসর পশ্চিম রাজাবাজার জামে মসজিদে প্রথম জানাজা, বাদ মাগরিব গ্রিন রোডের আল-আমিন জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়। হেলেন করিমের মৃত্যুর পর তার ইন্দিরা রোডের বাসায় ছুটে আসেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি। এ সময় তিনি বলেন, হেলেন করিম একজন নিষ্ঠাবান রাজনীতিবিদ ও সংগঠক ছিলেন। মরহুমার স্মৃতিচারণের সময় তার সহকর্মী মহিলা আওয়ামী লীগ নেত্রীরা কান্নায় ভেঙে পড়েন। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এ ছাড়া মরহুমাকে দেখতে আসেন মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতি সাফিয়া খাতুন, সাধারণ সম্পাদক মাহমুদা বেগম, যুগ্ম-সাধারণ সম্পাদক শিরিন রোকসানা, ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক শিরিন নঈম পুনম এমপি, সহ-সভাপতি কোহিনুর বেগম, ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক আফরোজা হাসমত, কলাবাগান থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুল, সহসভাপতি রুমি ইসলাম প্রমুখ। মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে তার রুহের মাগফিরাত কামনা করেছেন ক্র্যাব সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক সরোয়ার আলম; ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী। এ ছাড়া বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা মরহুমার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর