বুধবার, ৩ মে, ২০১৭ ০০:০০ টা

জাতিসংঘের তদন্তের প্রস্তাব সু চির নাকচ

প্রতিদিন ডেস্ক

মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গা মুসলিম নির্যাতনের অভিযোগ তদন্তে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সিদ্ধান্ত নাকচ করে দিয়েছেন দেশটির নেত্রী ও শান্তিতে নোবেল জয়ী অং সান সু চি। গতকাল গণমাধ্যমের  এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। ব্রাসেলসে সফররত সু চি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কূটনৈতিক প্রধান ফেদেরিকা মগেরিনির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন করেন। তখন জাতিসংঘের ওই তদন্তের বিষয়ে জানতে চাওয়া হলে সু চি বলেন, আমরা এর সঙ্গে একমত নই।

তিনি বলেন, আমরা ওই প্রস্তাবের সঙ্গে যুক্ত নই। কারণ, আমরা মনে করি না প্রকৃত অর্থে যা ঘটেছে, তার সঙ্গে ওই প্রস্তাবের কোনো সম্পর্ক আছে। শান্তিতে নোবেল বিজয়ী সু চি আরও বলেন, ওই অঞ্চলে প্রকৃত অর্থে যা দরকার, সে ব্যাপারে কোনো সুপারিশ করা হলে তা ‘আনন্দের সঙ্গে’ গ্রহণ করবে। এএফপি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর