বৃহস্পতিবার, ৪ মে, ২০১৭ ০০:০০ টা

লেবার পার্টির সমাবেশ

রানা প্লাজা হত্যাকাণ্ডে জড়িতদের বিচার, বন্ধ কারখানা চালু, ন্যূনতম মজুরি ১২ হাজার টাকা নির্ধারণ, চাল-ডাল-তেলসহ নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ঢাকা দক্ষিণ লেবার পার্টি। গত রবিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ করা হয়। পার্টির সভাপতি শামসুদ্দিন পারভেজের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। বক্তব্য রাখেন পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, উপদেষ্টামণ্ডলীর সদস্য আবদুল মান্নান, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ফারুক রহমান, এমদাদুল হক চৌধুরী, মোসলেম উদ্দিন প্রমুখ। এর আগে বের করা বিক্ষোভ মিছিলটি তোপখানা রোড, পল্টন মোড়, সচিবালয়ের সম্মুখ হয়ে প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে মিলিত হয়। বিজ্ঞপ্তি।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর