শুক্রবার, ৫ মে, ২০১৭ ০০:০০ টা

চালের আমদানি শুল্ক প্রত্যাহারের চিন্তা

নিজস্ব প্রতিবেদক

অকাল বন্যায় হাওরে ব্যাপক ফসলহানির প্রেক্ষাপটে রোজার আগে চালের আমদানি শুল্ক সাময়িকভাবে প্রত্যাহারের চিন্তা করছে সরকার। বাজারে কারসাজি এড়াতে বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম জানিয়েছেন। গতকাল খাদ্য ভবনে চালকল মিল মালিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। খাদ্যমন্ত্রী বলেন, কোনো দেশেই নিত্যপ্রয়োজনীয় কোনো কিছুর ওপর সাধারণত ট্যাক্স থাকে না, আমাদের এখানেও দীর্ঘদিন ছিল না। কিছু অসাধু ব্যবসায়ী অতি মুনাফা লাভের আশায় চাল আমদানি করায় ট্যাক্স আরোপ করা হয়েছিল।

পরিবর্তিত পরিস্থিতিতে সাময়িকভাবে আগের অবস্থায় এ ট্যাক্স উঠিয়ে নেওয়ার প্রস্তাব সরকারের কাছে দিয়েছি, তাদের বিবেচনায় আছে। মনে করছি, ট্যাক্সটা কমে গেলে মূল্যবৃদ্ধির কারসাজি হ্রাস পাবে।

সর্বশেষ খবর