শনিবার, ৬ মে, ২০১৭ ০০:০০ টা

পটুয়াখালী মেডিকেল কলেজ স্থানান্তর উদ্যোগের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক

পটুয়াখালী মেডিকেল কলেজের (পমেক) জন্য নির্ধারিত স্থান পরিবর্তন করে অন্যত্র সরিয়ে নেওয়ার উদ্যোগের প্রতিবাদে গতকাল রাজধানীতে মানববন্ধন করেছে ‘ঢাকাস্থ পটুয়াখালী মেডিকেল কলেজ স্থানান্তর ষড়যন্ত্র প্রতিরোধ আন্দোলন কমিটি’। সংগঠনটির অভিযোগ, বৃহৎ জনগোষ্ঠীর সুযোগ-সুবিধা জলাঞ্জলি দিয়ে এলাকার উন্নয়ন ব্যাহত করে শুধুমাত্র পারিবারিক স্বার্থে একটি মহল স্বাস্থ্য মন্ত্রণালয়ে কলেজের বর্তমান স্থানের পরিবর্তন করে ৬ কিলোমিটার দূরে সরানোর ‘ষড়যন্ত্র’ করছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালনের পর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরই) সংবাদ সম্মেলন করা হয়। এতে বক্তব্য দেন সংগঠনটির আহ্বায়ক সালেহ বাদল, সদস্য সচিব প্রকৌশলী নাসির আহমেদ, সুপ্রিম কোর্ট বার সমিতির কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম হিরু, পটুয়াখালীর কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তানভীর আহমেদ প্রমুখ।

সর্বশেষ খবর