মঙ্গলবার, ৯ মে, ২০১৭ ০০:০০ টা

ঢাকার ১৩০০ রাস্তার উন্নয়ন করা হবে

— মেয়র আনিসুল

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, আগামী এক বছরের মধ্যে ঢাকার ১ হাজার ৩০৬টি রাস্তার উন্নয়ন কাজ করা হবে। এর সঙ্গে ড্রেন এবং লাইট লাগানোর কাজও শুরু হবে। এ ছাড়া নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে পুরো ডিএনসিসি এলাকায় লাগানো হবে ৫ হাজার সিসি ক্যামেরা। গতকাল গাবতলী-আদাবর এলাকার গৈদারটেক-মনসুরাবাদ সংযোগ সড়ক ও ব্রিজ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আগামী ২০১৮ সালের মধ্যে নগর উন্নয়নে চলমান প্রকল্পগুলো শেষ হবে উল্লেখ করে বলেন, ‘উন্নয়ন কর্মকাণ্ডে মেয়রের হয়তো নাম হয়, কিন্তু কাজ করেন আওয়ামী লীগ নেতারা। আমি রাজনৈতিক শক্তির বলে কাজ করি।’

ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মেসবাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর কবীর নানক, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মো. আসলামুল হক, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. সাঈদ আনোয়ারুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ খবর