বৃহস্পতিবার, ১১ মে, ২০১৭ ০০:০০ টা

বরিশালে সাপুড়ে মান্না পাহাড়িকে প্রাণনাশের হুমকি কাউন্সিলর রূপার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে মান্না পাহাড়ি নামে এক সাপুড়েকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে সিটি করপোরেশনের ১৬, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর ইসরাত আমান রূপার বিরুদ্ধে। মঙ্গলবার বিকালে কাউন্সিলর রূপা তার ০১৭৪৬-৮৪৪৭৮১ নম্বরের মুঠোফোন থেকে মান্না পাহাড়িকে কল দিয়ে নানাভাবে হুমকি দেন। এ ঘটনায় রাতেই কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেন মান্না পাহাড়ি। জানা যায়, নগরীর ২২ নম্বর ওয়ার্ডের জিয়া সড়ক এলাকার বাসিন্দা সাপুড়ে মান্না পাহাড়ির সঙ্গে ইয়াবা বিক্রেতা রাজার বিরোধ রয়েছে। এর জেরে মান্নাকে হুমকি দিয়ে আসছেন রাজা। এ ঘটনায় মান্না পাহাড়ি ৩০ এপ্রিল কোতোয়ালি মডেল থানায় ডায়েরি করেন। মান্নার অভিযোগ, রাজার সঙ্গে কাউন্সিলর রূপার সুসম্পর্ক রয়েছে। এ কারণে রূপা তাকে প্রাণনাশের হুমকি দেন।

ফোনে কাউন্সিলর রূপা মান্না পাহাড়িকে বলেন, ‘আমারে চেনছেন, আম্মের (আপনার) মতো কয়েকটা মান্না পাহাড়ি জন্ম দিয়া রাখছি। কোনো হেল্প লাগলে ফোন দেবেন যদি বাঁইচা থাকতে চান। আর আমারে যদি না চেনেন তাহলে আমার ধারে জিগান আমি কেডা। কাউন্সিলর রূপা কেডা খোঁজ লইয়া লন। কাজ কাম আমনে (আপনি) ভালো করতেছেন না। আমনের সাপুড়ে সাপুড়ে খেলা আমি খেলি না। মান্না পাহাড়ি জন্ম দেই- এইডুক খালি মাথায় রাইখেন।’ সব শেষে মাদক ব্যবসায়ী রাজার ব্যাপারে সাংবাদিকদের কিছু বললে মান্নাকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় মুঠোফোনে। হুমকির সব কথোপকথন রেকর্ড করে রাখেন সাপুড়ে মান্না। এ ঘটনায় তোলপাড় চলছে নগরীতে। সর্বশেষ মান্না পাহাড়িকে হুমকি দিয়ে নতুনভাবে আলোচনায় এসেছেন কাউন্সিলর রূপা। মুঠোফোনে জানতে চাইলে রূপা বিষয়টি অস্বীকার করেন। মান্নার মুঠোফোনে হুমকির কথোপকথন রেকর্ড করা আছে এবং কথাগুলো তিনি সাংবাদিকদের শুনিয়েছেন— জানালে কোনো সদুত্তর না দিয়ে ফোন কেটে দেন তিনি। কোতোয়ালি মডেল থানার ওসি শাহ্ মো. আওলাদ হোসেন বলেন, ‘অভিযোগের তদন্ত চলছে। তদন্তে যদি হুমকির অভিযোগ প্রমাণিত হয়, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ খবর