বৃহস্পতিবার, ১১ মে, ২০১৭ ০০:০০ টা

‘জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব লায়ন এম এ আউয়াল এমপি বলেছেন, ‘ইসলামে জঙ্গিবাদ ও সন্ত্রাসের কোনো জায়গা নেই। জঙ্গিবাদ-সন্ত্রাসের বিরুদ্ধে আলেম সমাজকে নেতৃত্ব দিতে হবে। রাজনৈতিক বা অন্য কারণে মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস-জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে শতভাগ জিরো টলারেন্স অবস্থানে আছেন।’ গতকাল চট্টগ্রামের ষোলশহরে এলজিইডি মিলনায়তনে আহলা দরবার শরিফ আয়োজিত সভায় তিনি এ কথা বলেন। সভায় সংগঠনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এম এ আউয়াল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের জন্যই রাষ্ট্রীয় ক্ষমতা আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের হাতে। শেখ হাসিনা ইতিমধ্যে সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাস্তবমুখী পদক্ষেপ নিয়েছেন।

সর্বশেষ খবর