শিরোনাম
বৃহস্পতিবার, ১১ মে, ২০১৭ ০০:০০ টা

মানবাধিকার কমিশন চেয়ারম্যানের বক্তব্যে ডিএমপির প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হকের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। ‘ঢাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনার এক মাস পরও পুলিশ কিছু জানল না, তারা কোনো কিছুই করতে পারল না, তাহলে পুলিশের প্রয়োজনটা কি আমাদের জন্য?’— এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে গতকাল ডিএমপি মিডিয়া সেন্টার থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়। প্রতিবাদে বলা হয়, যে মুহূর্তে পুলিশ আসামি গ্রেফতারে বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে ঠিক সে মুহূর্তে এ ধরনের মন্তব্য তদন্তকারী সংস্থা তথা বাংলাদেশ পুলিশকে হেয়প্রতিপন্ন করার শামিল। সাম্প্রতিক সময় জঙ্গিবাদ, সন্ত্রাস দমনসহ ধর্ষণ-খুন, রাহাজানি প্রভৃতি অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের সাফল্য যখন সর্বমহলে প্রশংসিত হয়েছে, তখন আলোচ্য ঘটনার পরিপ্রেক্ষিতে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের মতো গুরুত্বপূর্ণ পদে থেকে এ ধরনের বাস্তবতা বিবর্জিত মন্তব্য পুলিশের প্রতি সাধারণ মানুষের মনে বিরূপ মনোভাবের সৃষ্টি করতে পারে, যা কোনোভাবেই কাম্য নয়। ডিএমপি সংশ্লিষ্ট সব মহলের কাছে বাস্তব ও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে।

সর্বশেষ খবর