রবিবার, ১৪ মে, ২০১৭ ০০:০০ টা

নির্ভয়ে সংবাদ পরিবেশন করুন : স্পিকার

নিজস্ব প্রতিবেদক

গণতন্ত্রকে সুসংহত করতে সাংবাদিক সমাজকে নির্ভীকভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী। রাজধানীর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে গতকাল চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরাম ঢাকা (সিডিজেফডি)  আয়োজিত বার্ষিক সাধারণ সভায় তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, জনগণের বিভিন্ন সমস্যা তুলে ধরতে সাংবাদিক সমাজ ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করে যাচ্ছেন। এজন্য গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে স্বীকৃত। জনগণের কল্যাণে সব প্রতিকূলতার ঊর্ধ্বে উঠে তিনি সাংবাদিক সমাজকে এগিয়ে যেতে উদাত্ত আহ্বান জানান। স্পিকারকে গণমাধ্যমবান্ধব উল্লেখ করে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ বলেন, আইন  প্রণেতাদের অভিভাবক হিসেবে আপনার মেধাবী কার্যক্রম এরই মধ্যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। এ সময় তিনি স্পিকারের প্রয়াত পিতা বঙ্গবন্ধুর স্নেহধন্য সাবেক সচিব রফিকউল্ল্যাহ চৌধুরীর অবদানের কথাও কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সহসভাপতি আজিজুল ইসলাম ভূঁইয়া, বিএফইউজের সাবেক সভাপতি আবদুল জলিল ভূঁইয়া, সাংবাদিক নেতা সৈয়দ আবদেল আহমেদ, সিডিজেফডির  সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম চৌধুরী প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন সিডিজেফডির আহ্বায়ক সাংবাদিক মাহমুদুর রহমান খোকন।

সর্বশেষ খবর