রবিবার, ১৪ মে, ২০১৭ ০০:০০ টা

এরশাদের লিয়াজোঁ কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

সম্মিলিত জাতীয় জোটের লিয়াজোঁ কমিটির নাম ঘোষণা করেছেন জোটপ্রধান এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এই জোটের প্রথম সভা আগামী ১৫ মে  বেলা ১১টায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হবে। লিয়াজোঁ কমিটিতে রয়েছেন জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ এমপি, আবু হোসেন বাবলা এমপি, আলহাজ সাহিদুর রহমান টেপা, এস এম ফয়সল চিশতী, তাজুল ইসলাম চৌধুরী এমপি ও মেজর (অব.) খালেদ আখতার। বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাওলানা এম এ মতিন, মাওলানা স.উ.ম. আবদুস সামাদ, অধ্যাপক এম এ মোমেন, মাওলানা আ ন ম মাসউদ হোসাইন আল ক্বাদেরি, মাওলানা মোহাম্মদ আবদুল মতিন।

জাতীয় ইসলামী মহাজোটের আলহাজ আবু নাছের ওহেদ ফারুক, হাফেজ মাওলানা আবদুল লতিফ চৌধুরী, কারী মাওলানা আসাদুজ্জামান, মুফতি মহিবুল্লাহ, বঙ্গদীপ এম এ ভাসানী। বাংলাদেশ জাতীয় জোট (বিএনএ) এর অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসেন, শেখ মোস্তাফিজুর রহমান, মো. আখতার হোসেন, এ আর এম জাফর বিল্লাহ চৌধুরী।

ওয়ারি থানা কমিটি ঘোষণা : জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার অনুমোদনক্রমে এবং ঢাকা মহানগর দক্ষিণ সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেলের সুপারিশে গতকাল দেলোয়ার হোসেন সেন্টুকে সভাপতি, খোরশেদ আলম নোমানীকে সাধারণ সম্পাদক, আবু নাসের ছিদ্দিক সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি নুর মোহাম্মদ মোল্লা, মোহাম্মদ আলী, শাহাজাদা মোল্লা, ডা. রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ বাহার টিটু, মো. আমজাদ ও মো. মোস্তফাকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট ওয়ারী থানা পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর