রবিবার, ১৪ মে, ২০১৭ ০০:০০ টা

‘জীবন বাঁচাও’ র‌্যালি

নিজস্ব প্রতিবেদক

সড়ক দুর্ঘটনা রোধে ‘জীবন বাঁচাও, গতি কমাও’ স্লোগানে রাজধানীতে বর্ণাঢ্য মোটরসাইকেল র‌্যালি করা হয়েছে। জাতিসংঘ ঘোষিত ‘গ্লোবাল রোড সেফটি উইক’ উদ্যাপন উপলক্ষে গতকাল সকালে ব্র্যাকের ব্যবস্থাপনায় এ র‌্যালির উদ্বোধন করেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চেয়ারম্যান মো. মশিয়ার রহমান। ড্যানিশ অ্যাম্বাসাডর মিকেল হেমনিটি উইন্থার, পুলিশের ট্রাফিক পশ্চিম বিভাগের ডিসি লিটন কুমার সাহা, বিআরটিএর পরিচালক শেখ মাহবুব-ই-রব্বানী, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে এ র‌্যালি শুরু এবং বনানী রেলস্টেশনে গিয়ে শেষ হয়। এতে রোড রাইডারস জেড নামক সংগঠনের শতাধিক বাইকার অংশ নেন। র‌্যালিতে সচেতনতামূলক ব্যানার, ফ্ল্যাগ ও প্লাকার্ড ব্যবহার করা হয়। এতে ‘আবাসিক এলাকায় ৩০ কিলোমিটারের বেশি গতি নয়’ ‘জীবন বাঁচাও, গতি কমাও’ ইত্যাদি স্লোগান লেখা ছিল।

এ ছাড়া এদিন মহাখালী বাস টার্মিনালে গাড়িচালকদের গতি কমানোর শপথ এবং স্বাক্ষর গ্রহণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘যেসব রাস্তায় মোটর গাড়ির সঙ্গে পথচারী, সাইকেল-আরোহী ও ঝুঁকিপূর্ণ সড়ক ব্যবহারকারীর সংঘর্ষের আশঙ্কা রয়েছে সেখানে ৩০ কিলোমিটার গতিসীমাই যথেষ্ট’ এই শপথের মধ্য দিয়ে জাতিসংঘ ঘোষিত বিশ্বব্যাপী চতুর্থ রোড নিরাপত্তা সপ্তাহের এ কর্মসূচি পালন করা হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর