মঙ্গলবার, ১৬ মে, ২০১৭ ০০:০০ টা

জোটের পরিধি বাড়ছে জানালেন হাওলাদার

নিজস্ব প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির নেতৃত্বে সম্মিলিত জাতীয় জোটের পরিধি বাড়ছে বলে জানিয়েছেন জোটের মুখপাত্র জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। তিনি বলেন, আওয়ামী লীগ ও বিএনপির জোট থেকে সম্মিলিত জাতীয় জোটে যোগদান করার সম্ভাবনা আছে। শিগগিরই এ নিয়ে আনুষ্ঠানিকভাবে সবকিছু দেশবাসীকে জানাতে পারব। গতকাল জাতীয় পার্টির বনানীর কার্যালয়ে জোটের লিয়াজোঁ কমিটির প্রথম বৈঠক শেষে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন লিয়াজোঁ কমিটির সদস্য কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, সাহিদুর রহমান টেপা, মেজর (অব.) খালেদ আখতার, মাওলানা এম. এ. মতিন, মাওলানা স. উ. ম. আবদুস সামাদ, আলহাজ আবু নাছের ওহেদ ফারুক প্রমুখ।

 হাফেজ মাওলানা আবদুল লতিফ চৌধুরী, মুফতি মহিবুল্লাহ, অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

রুহুল আমিন হাওলাদার বলেন, দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসের সংস্কৃতি শুরু হয়েছে। এরশাদের শাসনামলে তা ছিল না। এরশাদ আবারও ক্ষমতায় গেলে দেশে সন্ত্রাস, জঙ্গিবাদ থাকবে না। তিনি বলেন, রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে। সন্ত্রাস ও জঙ্গিবাদের মূলোৎপাটন করতে হবে। তিনি বলেন, আমাদের জোটে ছোট দল থাকলেও তাদের উপেক্ষা করার অবকাশ নেই। বহুদলীয় গণতন্ত্র চর্চায় এ জোট দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি বলেন, সারা দেশে এ জোটের আত্মপ্রকাশ ঘটবে। জোটের নেতৃত্বে দেশবাসীকে ঐক্যবদ্ধ করে আগামীতে সরকার গঠন করব। তিনি বলেন, এরশাদ সরকারের শাসনামলের উন্নয়ন এবং ভালো কাজ দেশের মানুষ এখনো ভুলেনি। এরশাদ সরকারের আমলে চাঁদাবাজি, অবৈধ দখলবাজি, গুম, হত্যা, শিশু ধর্ষণ, নারী ধর্ষণ, সমাজের অবক্ষয় ছিল না। এই জোটের মধ্যদিয়েই দেশের শান্তি, উন্নয়ন ও অগ্রগতির চেষ্টা থাকবে। এক প্রশ্নের জবাবে রুহুল আমিন হাওলাদার বলেন, প্রত্যেক দলেরই রণকৌশল থাকে এবং সেটাই তারা প্রকাশ করছেন। তিনি বলেন, আমাদেরও ভিশন থাকবে নতুন নামে, মানুষের চাহিদা অনুসারে।

সর্বশেষ খবর