বুধবার, ১৭ মে, ২০১৭ ০০:০০ টা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ৭ মে বাংলাদেশ প্রতিদিনে ‘কাফরুলে বাড়ি দখলের চেষ্টা : থানায় জিডি করায় বাদীকে মারধর’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন কাফরুল থানার ইব্রাহিমপুর এলাকার বাসিন্দা মো. আজগর আলী ও মো. মাহিন আহমেদ। তাদের আইনজীবী আওলাদ হোসেন মোল্লার মাধ্যমে পাঠানো প্রতিবাদলিপিতে বলা হয় : ‘ওই সংবাদটি অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত। এ ছাড়া ঢাকা মহানগরীর ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা আজগর আলী ও কাফরুল থানা ছাত্রলীগ নেতা মাহিন আহমেদ কোনো সন্ত্রাসী নন এবং কখনো কোনো বাড়িতে হামলা করেননি। বরং জনৈকা তাহমিনা আক্তারের ছেলে আমির হোসেন রাজু আসগর ও মাহিনের পৈতৃক সম্পত্তিতে জবরদখলে আছেন।’

প্রতিবেদকের বক্তব্য : তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করে সংবাদটি করা হয়। সংবাদে সংশ্লিষ্ট থানার ওসির বক্তব্য রয়েছে। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার মুহাম্মদ শামীম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ প্রতিদিনকে বলেছিলেন, বিরোধপূর্ণ সম্পত্তি নিয়ে দুই পক্ষই অভিযোগ করেছে।

সর্বশেষ খবর