বৃহস্পতিবার, ১৮ মে, ২০১৭ ০০:০০ টা

সাত খুন মামলার ডেথ রেফারেন্স শুনানি নির্দিষ্ট বেঞ্চে

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের দুই মামলার ডেথ  রেফারেন্স ও আপিল শুনানির জন্য বেঞ্চ নির্ধারণ করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। বিচারপতি ভবানী প্রসাদ সিংহ এবং বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চে মামলাটি শুনানির জন্য পাঠানো হয়েছে। গতকাল হাই কোর্ট বিভাগের অতিরিক্ত  রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) সাব্বির ফয়েজ সাংবাদিকদের এ তথ্য জানান। এখন এই বেঞ্চের কার্যতালিকায় এলে মামলাটির শুনানি হবে। এর আগে ১৬ মে এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগের নির্দেশ দেয় হাই কোর্ট। গত ২২ জানুয়ারি নারায়ণগঞ্জের সাত খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্সের নথি হাই কোর্টে আসে। এর আগে ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জের সাত খুনের মামলায় পাঁচ বাহিনীর সাবেক ১৬ কর্মকর্তা ও সদস্যসহ ২৬ জনের মৃত্যুদণ্ডের আদেশ দেয় আদালত। এ মামলার ৩৫ আসামির মধ্যে বাকি ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড  দেওয়া হয়।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল  মেয়র নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহীম ২০১৪ সালের ২৭ এপ্রিল অপহৃত হন। পরে শীতলক্ষ্যা নদী থেকে পুলিশ তাদের লাশ উদ্ধার করে।

সর্বশেষ খবর