শুক্রবার, ১৯ মে, ২০১৭ ০০:০০ টা

ইবিতে খুলনা বিভাগীয় বিতর্ক উৎসব

ইবি প্রতিনিধি

‘যুক্তি দিয়ে মুক্ত হোক রবি-লালনের ভূমি’-এই স্লোগানকে ধারণ করে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘ইকো ফুড চতুর্থ এনডিএফ বিডি খুলনা বিভাগীয় বিতর্ক উৎসব-২০১৭’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ৯টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফবিডি) ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের যৌথ আয়োজনে এ বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়। ইবি ডিবেটিং সোসাইটির সদস্য ইসমেত জেরিন বিনতে নিজামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফবিডি)-এর পরিচালক এ কে এম শোয়েব। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড.শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা। বিতর্ক উৎসবে ইসলামী বিশ্ববিদ্যালয়সহ খুলনা বিভাগের ১০ জেলার সেরা ২২৪টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের এনডিএফবিডি কর্তৃক সনদ প্রদান করা হয়।

সর্বশেষ খবর