শুক্রবার, ১৯ মে, ২০১৭ ০০:০০ টা

ধর্ষণে জড়িতরা যতই ক্ষমতাধর হোক আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রাজধানীর বনানীতে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িতরা যতই ক্ষমতাধর হোক, তাদের আইনের আওতায় আনা হবে। এখন ওই ঘটনার তদন্ত চলছে। তদন্ত অনুযায়ী যার নাম আসবে, যার গাফিলতি পাওয়া যাবে, যারা সহযোগিতা করছে বলে প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে অবশ্যই আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সে যেই হোক, যত ক্ষমতাধর ব্যক্তিই হোক। গতকাল মহাখালীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে নারীদের হলিডে মার্কেটের উদ্বোধনী অনুষ্ঠানে এসব  কথা বলেন মন্ত্রী। সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধের ঘটনাস্থল বনানীর রেইনট্রি হোটেলের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে, যদি তাদের কোনো দোষ থাকে। এ ছাড়া ওই হোটেল কর্তৃপক্ষের যদি কোনো গাফিলতি থাকে, এই হোটেলের সংশ্লিষ্টতা যদি প্রমাণিত হয়, সেটিরও আইনগত ব্যবস্থা নেব। গত ২৮ মার্চ বনানীর ওই হোটেলে জন্মদিনের দাওয়াতে ডেকে নিয়ে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ৬ মে রাজধানীর বনানী থানায় মামলা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মেসবাহুল ইসলাম, নারী অধিকার সংগঠন ফর দ্য উইমেন বাই দ্য উইমেনের সভাপতি শামসুন্নাহার, ওয়েল গ্রুপের প্রধান নির্বাহী সাঈদ নুরুল ইসলাম, ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. নাছির, সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর আলেয়া সারোয়ার ডেইজি প্রমুখ।

সর্বশেষ খবর