শনিবার, ২০ মে, ২০১৭ ০০:০০ টা

সেই প্রশংসাকারীদের দেখা পান না কামরান

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সেই প্রশংসাকারীদের দেখা পান না কামরান

সিলেট পৌরসভার কমিশনার থেকে চেয়ারম্যান। এরপর পৌরসভা সিটি করপোরেশনে উন্নীত হলে প্রথম মেয়রও নির্বাচিত হন তিনি। নগরবাসীর অভিভাবক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করা এই ব্যক্তিটি হচ্ছেন বদর উদ্দিন আহমদ কামরান। বর্তমানে তিনি দায়িত্ব পালন করছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর শাখার সভাপতির। বৃহস্পতিবার বিকালে স্থানীয় একটি নিউজ পোর্টালের প্রতিনিধি সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে কামরান বলেন, তিনি যখন সিটি করপোরেশনের মেয়র ছিলেন, তখন তার আশপাশে ছিল নানা ধরনের মানুষের ভিড়। তখন একদল লোক তাকে নানাভাবে প্রভাবিত করার চেষ্টা করত। এজন্য কৌশল হিসেবে তারা প্রশংসায় ভাসিয়ে দিত তাকে। কিন্তু বিগত সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত হওয়ার পর তোষামোদকারীদের দলটি তার কাছ থেকে সটকে পড়ে। তাদের এখন আর দেখা পাওয়া যায় না। তিনি বলেন, ‘ক্ষতিকারক এই তোষামোদকারীদের চিনতে আমার অভিজ্ঞতার প্রয়োজন ছিল। সে অভিজ্ঞতা আমার হয়ে গেছে। আগামীতে এই তোষামোদকারীদের ব্যাপারে সতর্ক থেকেই এগিয়ে যাব।’ তিনপর্বের প্রতিনিধি সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় হুইপ মো. সেলিম উদ্দিন, সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।

, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ, সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসাদ্দেক হোসেন চৌধুরী।

সর্বশেষ খবর