রবিবার, ২১ মে, ২০১৭ ০০:০০ টা

সাংবাদিকদের ওপর নজরদারির নির্দেশনা প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

বিদেশ ভ্রমণে যাওয়া সাংবাদিকদের ওপর নজরদারি করতে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাস ও মিশনে পাঠানো নির্দেশনা প্রত্যাহার করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই আদেশ প্রত্যাহার সংক্রান্ত একটি নোটিস পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার জারি করেছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে এখনো সংবাদমাধ্যমকে কিছু জানায়নি মন্ত্রণালয়। বিদেশে গিয়ে বাংলাদেশের সাংবাদিকরা ‘দেশের স্বার্থবিরোধী কোনো তৎপরতায় লিপ্ত আছে কি না’ সে বিষয়ে নজরদারির নির্দেশ দিয়ে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশের মিশনগুলোতে একটি সার্কুলার পাঠানো হয়। একই দিন সংবাদমাধ্যমেও নির্দেশনাটি পাঠায় মন্ত্রণালয়ের বহিঃপ্রচার বিভাগ। তারা বলে, পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশের ভিত্তিতে এটা করা হয়েছে।

সর্বশেষ খবর