রবিবার, ২১ মে, ২০১৭ ০০:০০ টা

কক্সবাজারে এশিয়ার ৩০০ শিক্ষার্থীর সম্মেলন শেষ

কক্সবাজার প্রতিনিধি

বিশ্বব্যাপী বিরাজমান পাঁচ সমস্যার কারণ খুঁজে বের করতে কক্সবাজারে আয়োজিত তিন দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ে পড়া শিক্ষার্থীদের এসডিজি এমইউএন গ্লোবাল সম্মেলন গতকাল শেষ হয়েছে। সম্মেলনে বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কাসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়া ৩০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

হাউস অব ইয়ুথ ডায়ালগ-এর আয়োজনে এ সম্মেলনে মানবাধিকার পরিস্থিতি, এইচআইভি (এইডস), দারিদ্র্য বিমোচন, প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা ও দক্ষিণ এশিয়ার পর্যটনশিল্প বিকাশ নিয়ে গবেষণাধর্মী আলোচনা হয়। আয়োজক সংগঠনের সভাপতি জাহেদ হাসান আখন্দ বলেন, তিন দিনের আলোচনা থেকে যে তথ্য বের হয়ে এসেছে তা বাস্তবায়নের জন্য জাতিসংঘের সংশ্লিষ্ট দফতরে পাঠানো হবে। সহসভাপতি আদিবা আল ইব্রাহীম বলেন, বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের অংশগ্রহণে ২০১৪ সাল থেকে এ পর্যন্ত ১১টি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতবার নেপালে হয়েছে, এবার বাংলাদেশের কক্সবাজারে অনুষ্ঠিত হলো। আগামীবার সম্মেলন হবে ভারতে।

সর্বশেষ খবর