রবিবার, ২১ মে, ২০১৭ ০০:০০ টা

‘ধর্ষিতা’ না বলার অনুরোধ হেফাজতের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ধর্ষণের শিকার নারীকে ‘ধর্ষিতা’ না বলে ‘ভিকটিম’ অথবা ‘নির্যাতিতা’ হিসেবে অভিহিত করার অনুরোধ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। গতকাল সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সাংবাদিকদের প্রতি এ অনুরোধ জানান সংগঠনের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী। বিবৃতিতে বলা হয়, যৌন নির্যাতনের শিকার কোনো নারীকে ‘ধর্ষিতা’ বলাটা অবিচারের শামিল। কারণ ‘ধর্ষক’ এবং ‘ধর্ষিতা’ শব্দ দুটিই আমাদের সমাজে নেতিবাচক। তাই আমরা নির্যাতিতা নারীদের সম্মান ও ভবিষ্যৎ রক্ষার্থে ‘ধর্ষিতা’ শব্দের ব্যবহারের বিরোধী। তাই সাংবাদিকদের কাছে অনুরোধ, তাদের ‘ধর্ষিতা’ বলে অভিহিত করবেন না, এটি নির্যাতিতা নারীর জন্য অবমাননাকর। তিনি নারীদের উদ্দেশে বলেন, ‘আপনারা ছেলেদের সঙ্গে অবাধ মেলামেশা করবেন না। পর্দা অথবা হিজাব পরিধান করে চলাফেরা করুন, যা আপনাদের তুলনামূলক আরও নিরাপদ করবে।

সর্বশেষ খবর