রবিবার, ২১ মে, ২০১৭ ০০:০০ টা

অপরাজেয় বাংলার ভাস্কর সৈয়দ খালিদ আর নেই

নিজস্ব প্রতিবেদক

অপরাজেয় বাংলার ভাস্কর  সৈয়দ খালিদ আর নেই

‘অপরাজেয় বাংলা’র ভাস্কর ও চিত্রশিল্পী সৈয়দ আবদুল্লাহ খালিদ গতরাত পৌনে ১২টায় মারা  গেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)।  তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি রাজধানীর বারডেম হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুস-সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন। দীর্ঘদিন তার ডায়াবেটিস ও শ্বাসকষ্টজনিত সমস্যাও ছিল।

এপ্রিলের শেষ সপ্তাহে সিলেটে একটি সম্মাননা অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে সিলেটের রয়েল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে গত ২ মে ঢাকার সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। সৈয়দ আবদুল্লাহ খালিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ভাস্কর্য ‘অপরাজেয় বাংলা’র ভাস্কর। ১৯৭৪ সালে বাংলাদেশ টেলিভিশন  কেন্দ্রের সামনে অবস্থিত ম্যুরাল ‘আবহমান বাংলা’ এবং ১৯৯৫-৯৬ সালে বাংলাদেশ ব্যাংকের প্রধান দপ্তরের সামনে টেরাকোটার ভাস্কর্য তার করা। তার অন্যান্য উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘অঙ্কুর’, ‘অঙ্গীকার’, ‘ডলফিন’ এবং ‘মা ও শিশু’।

সর্বশেষ খবর