সোমবার, ২২ মে, ২০১৭ ০০:০০ টা

কাল ভোট ৬০ ইউপি ও ১ পৌরসভায়

নিজস্ব প্রতিবেদক

কাল ৬০ ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদের ২১ ওয়ার্ড ও এক পৌরসভায় ভোট হচ্ছে। এর মধ্যে মহেশখালীর এক ইউপিতে সর্বোচ্চ আইনশৃঙ্খলা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোট হতে যাওয়া ৮২টি নির্বাচনী এলাকার মধ্যে মহেশখালীর ওই ইউপিতে তিন প্লাটুন র্যাব, দুই প্লাটুন বিজিবি, দুই প্লাটুন  কোস্ট গার্ড ও পাঁচজন হাকিম নিয়োজিত রাখা হচ্ছে। ভোটকে সামনে রেখে এরইমধ্যে নির্বাচন সামগ্রী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নির্বাচনী এলাকায় পৌঁছেছে। আজ কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হবে নির্বাচনী মালামাল। সংশ্লিষ্ট সূত্র জানায়, ৮২টি নির্বাচনী এলাকায় সাধারণ ও গুরুত্বপূর্ণ বিবেচনায় নিয়ে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হলেও কক্সবাজারের মহেশখালী ইউনিয়ন পরিষদের ভোটের জন্য সর্বোচ্চ ব্যবস্থা রেখেছে নির্বাচন কমিশন। মহেশখালী উপজেলার আগে স্থগিত হওয়া কালারমারছড়া ইউপিতে সাধারণ নির্বাচন হচ্ছে। এতে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে  গোলযোগ, সংঘর্ষের শঙ্কা করা হচ্ছে। জানতে চাইলে ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ সচিব মো. নুরুজ্জামান তালুকদার বলেন, কালারমারছড়া ইউপিতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। একটি মাত্র ইউনিয়নে ৩ প্লাটুন র্যাব, ২ প্লাটুন বিজিবি, ২ প্লাটুন কোস্টগার্ড ও ৫ জন ম্যাজিস্ট্রেট থাকবে। কেন্দ্র ভিত্তিক নিরাপত্তা সদস্যের বাইরে টহলে থাকবে তারা। এ কর্মকর্তা জানান, বাকিসব নির্বাচনী এলাকায়ও শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠানে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ইসির নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখার কর্মকর্তারা জানান, কাল মঙ্গলবার ৬০টি ইউপির মধ্যে ১৭টিতে সাধারণ নির্বাচন, মামলাজনিত কারণে স্থগিত ১৩ ইউপিতে পুনঃভোট ও বাকি ৩০টি ইউপিতে বিভিন্ন পদে উপ নির্বাচন হবে। সেই সঙ্গে জেলা পরিষদে স্থগিত ২০টি ওয়ার্ডে পুনঃভোট ও ১টিতে উপনির্বাচন হবে। এ ছাড়া জয়পুরহাটের ক্ষেতলাল পৌরসভায় সাধারণ নির্বাচন হচ্ছে। স্থানীয় সরকারের এসব নির্বাচনে মেয়র-চেয়ারম্যান পদ দলীয়ভাবে ও সদস্য-কাউন্সিলর পদে নির্দলীয় প্রতীকে ভোট হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর