সোমবার, ২২ মে, ২০১৭ ০০:০০ টা
দুই সংগঠন এক হয়ে নতুন নাম

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ

নিজস্ব প্রতিবেদক

আওয়ামীপন্থি আইনজীবীদের আলাদা দুই সংগঠন আওয়ামী আইনজীবী পরিষদ ও বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ এক হয়ে ‘বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ’ নামে নতুন যাত্রা শুরু করেছে। নতুন নামে সংগঠনের আহ্বায়ক হয়েছেন ইউসুফ হোসেন হুমায়ুন। যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট সাহারা খাতুন ও অ্যাডভোকেট আবদুল বাছেদ মজুমদার। ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে সদস্য সচিব করা হয়েছে। গতকাল বিকালে আওয়ামী লীগ ও সমমনা আইনজীবীদের সঙ্গে মতবিনিময় শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ‘বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ’ নামে নতুন সংগঠনের নাম ঘোষণা করেন। আগামী সেপ্টেম্বরে প্রথমার্ধে সম্মেলন করে নতুন নেতৃত্ব নির্বাচিত করা হবে। এ লক্ষ্যে ১০১ সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়। মতবিনিময় সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, আওয়ামীপন্থি আইনজীবীদের বিভক্তি দূর করে ঐক্য স্থাপনের জন্য নতুন সংগঠন করা হয়েছে। নেত্রী শেখ হাসিনা নতুন আইনজীবী পরিষদের নাম নির্বাচন করে দিয়েছেন। সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য ১৫ সেপ্টেম্বরের মধ্যেই সম্মেলন অনুষ্ঠিত হবে। ওবায়দুল কাদের নতুন সংগঠনের ঘোষণা দেওয়ার সময় উপস্থিত আইনজীবী পরিষদের নেতারা ‘শেখ হাসিনার সিদ্ধান্ত, চূড়ান্ত চূড়ান্ত’ স্লোগান দিয়ে নিজেদের একাত্মতা প্রকাশ করেন। ওবায়দুল কাদের বলেন, আমাদের একটি ইউনাইটেড আইনজীবী সংগঠন দরকার। আমাদের আইনজীবীদের সংগঠন দুর্বল হলে আওয়ামী লীগও কিছুটা দুর্বল হয়। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থি আইনজীবীদের পরাজয় প্রসঙ্গে তিনি বলেন, আমাদের ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। বগিগুলো ঠিক আছে। জেলা পর্যায়ে আমরা বিজয়ী হচ্ছি। সভায় আইনজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন আনিসুল হক, মাহবুবে আলম, সাহারা খাতুন, কামরুল ইসলাম, আবদুল মতিন খসরু, আবদুল বাছেদ মজুমদার, ইউসুফ হোসেন হুমায়ুন, আব্দুল্লাহ আবু, লাইকুজ্জামান মোল্লা, সৈয়দ রেজাউর রহমান প্রমুখ। আওয়ামী লীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, মাহবুব-উল আলম হানিফ, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, আবদুস সোবহান গোলাপ, বি. এম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী, সুজিত রায় নন্দী, বিপ্লব বড়ুয়া, এসএম কামাল হোসেন, রিয়াজুল কবির কাওছার, মারুফা আক্তার পপি, আমিরুল ইসলাম মিলন প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর