মঙ্গলবার, ২৩ মে, ২০১৭ ০০:০০ টা

সাত খুনের আপিলের শুনানি শুরু

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের মামলার ডেথ  রেফারেন্স ও আপিলের শুনানি শুরু হয়েছে। গতকাল বিচারপতি ভবানী প্রসাদ সিংহ এবং বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ শুনানি গ্রহণ করে। শুনানির প্রথম দিন আদালতে মামলার পেপার উপস্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এম এ মান্নান  মোহন। গত ২২ জানুয়ারি নারায়ণগঞ্জের সাত খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্সের নথি হাই কোর্টে আসে। পরে অগ্রাধিকার ভিত্তিতে এ মামলার পেপারবুক প্রস্তুত করা হয়। এর আগে ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জের সাত খুনের মামলায় পাঁচ বাহিনীর সাবেক ১৬ কর্মকর্তা ও সদস্যসহ ২৬ জনের মৃত্যুদণ্ডের আদেশ দেয় আদালত। এ মামলার ৩৫ আসামির মধ্যে বাকি ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহীম ২০১৪ সালের ২৭ এপ্রিল অপহূত হন। পরে শীতলক্ষ্যা নদী থেকে পুলিশ তাদের লাশ উদ্ধার করে।

সর্বশেষ খবর